Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলক্ষেতে শতাধিক দোকানে ছড়িয়ে পড়েছে আগুন

ঢাবি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৯

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন শতাধিক দোকানে ছড়িয়ে পড়েছে। এসব দোকান মূলতই বইয়ের। নীলক্ষেত মোড়ের তিনটি হোটেলেও এই আগুন ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে নীলক্ষেতের শাহজালাল মার্কেটে আগুন লাগে। মার্কেটের বেশিরভাগ দোকান বইয়ের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে।

নীলক্ষেতের ওই মার্কেটের সিটি ডিলারস নামে একটি দোকানের মালিক শাকিল মিয়াসহ স্থানীয়রা বলছেন, নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে পুলিশ বক্সের ঠিক উল্টো দিকে তেঁতুল গাছের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন- নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন

স্থানীয়রা জানিয়েছেন, নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে শাহজালাল মার্কেটের চৌধুরী বুকস দোকানে প্রথম আগুন লাগে। এরপর তা শাহজালাল মার্কেটের প্রায় পুরোটাতেই ছড়িয়ে পড়ে। এরপর পাশের সিটি করপোরেশন মার্কেটে আগুন ছড়িয়ে পড়লেও সেই অংশের আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, শাহজালাল মার্কেটের সামনের দিক থেকে আগুন ভেতরের দিকেও ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছে। মোড়ের তিনটি খাবারের রেস্তোরাঁসহ শতাধিক দোকানে এখনো আগুন জ্বলছে।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। এরপর লালবাগ, পলাশী, আজিমপুর ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, মার্কেটটিতে অপরিকল্পিতভাবে অনেক দোকান গড়ে উঠেছে। এগুলোর কারণে ভেতরে প্রবেশ করে আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।

নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আস্তিক সারাবাংলাকে বলেন, রাত পৌনে ৮টার দিকে আগুন লাগার পর দ্রুতই আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সাপ্তাহিক বন্ধের অংশ হিসেবে মঙ্গলবার নিউমার্কেট-নীলক্ষেতসহ ওই এলাকায় দোকানপাট সাধারণত বন্ধ থাকে। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ দিন ধরে দোকানপাট বন্ধ থাকায় অনেক দোকানিই ক্ষতি পুষিয়ে নিতে এদিন দোকান খোলা রেখেছিলেন। যেসব দোকান বন্ধ ছিল, আগুন লাগার খবর পেয়ে সেইসব দোকানের মালিক-কর্মচারীদেরও ছুটে আসতে দেখো গেছে।

সারাবাংলা/আরআইআর/টিআর

টপ নিউজ নীলক্ষেতে আগুন বইয়ের মার্কেটে আগুন


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর