Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার পরমাণু অস্ত্র সতর্ক অবস্থানে রাখার নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫১

ভ্লাদিমির পুতিন, ফাইল ছবি

রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দেশের বিরুদ্ধে পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞা এবং আক্রমণাত্মক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে এমন নির্দেশ দিলেন পুতিন। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে পুতিন ক্রেমলিনের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার সতর্কতা বৃদ্ধির নির্দেশ দেন। এ বৈঠকে যুদ্ধকালীন ব্যবহারের জন্য পরমাণুবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বিশেষ ব্যবস্থার দায়িত্বে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সশস্ত্র বাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ভ্লাদিমির পুতিনের এ বৈঠক রাশিয়ার টেলিভিশনে সম্প্রচারিত হয়। এতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে তিনি বেআইনি বলে উল্লেখ করেন।

এসময় পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বলেন, ‘নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করছেন। তাই আমি এতদ্বারা প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফকে রাশিয়ান আর্মি ডিটারেন্স ফোর্সকে (রাশিয়ান প্রতিরোধী বাহিনী) যুদ্ধ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি।’

এর জবাবে সের্গেই শোইগু বলেন, ‘জ্বি জনাব।’

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদনে দেশটির রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন রোধ করার পাশাপাশি আগ্রাসীকে দমন করতে রণকৌশল ঠিক করা হয়েছে। এর মধ্যে যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিষয়টিও রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ ভ্লাদিমির পুতিন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর