Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার ভরি এখন ৭৮ হাজার ২৬৫ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৬:৩৭ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৭:১৩

ঢাকা: আবারও বেড়েছে সোনার দাম। এবারে এক লাফে ভরিতে বেড়েছে আরও ৩ হাজার ২৬৫ টাকা। তাতে দেশের বাজারে এখন ২২ ক্যারেট মানের সোনার দাম হয়েছে প্রতি ভরি ৭৮ হাজার ২৬৫ টাকা।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই সোনার নতুন এই দাম কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার একেক ভরি বিক্রি হবে ৭৮ হাজার ২৬৫ টাকায়। দাম বেড়েছে ২১ ক্যারেট মানের সোনারও। তিন হাজার ৯১ টাকা বেড়ে এই মানের সোনার প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৭৬৬ টাকায়।

একইভাবে ১৮ ক্যারেট মানের সোনার প্রতি ভরির দাম দুই হাজার ৩৩৩ টাকা বেড়ে হয়েছে ৬৪ হাজার ১৫২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৬ টাকা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৪২১ টাকা।

সোনার দাম বাড়লেও অবশ্য রুপার দাম আগের মতোই আছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট মানের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট মানের রুপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে সোনার দাম বাড়ায় বাজুস, যা কার্যকর হয় ১০ ফেব্রুয়ারি থেকে। ওই সময় ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়ে দেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার দাম নির্ধারণ করা হয় প্রতি ভরি ৭৫ হাজার টাকা।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ বাজুস সোনার দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর