Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলে ছাত্রলীগের নির্যাতন: আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জাককানইবি করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৯:৫৬

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. ওয়ালিদ নিহাদকে নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচির আলোকে অনশন শুরু করেছিলেন। তবে প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙে আগামী রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন তারা।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অনশন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। তারা জানান, আজ ঘটনার চতুর্থ দিন। এখনও প্রশাসন তদন্ত কমিটি গঠন করা ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এজন্যই দাবি আদায়ে তারা অনশন কর্মসূচি শুরু করেছিলেন। পরে ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য, শিক্ষক সমিতি এবং বিভাগের শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অনশন ভাঙেন এবং রোববার পর্যন্ত স্থগিত করেন।’

বিজ্ঞাপন

তদন্ত কমিটির সদস্য ড. তপন কুমার সরকার বলেন, ‘আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেব। আশা করি আজই রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা চেষ্টা করেছি একটি যথার্থ প্রতিবেদন তৈরি করতে।’

‘ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবি না, আবরারের মতো মরবি’

তদন্ত কমিটির আরেক সদস্য ও প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে একটি পক্ষপাতহীন তদন্ত প্রতিবেদন তৈরি করেছি। আজ এটি জমা দেওয়া হবে।’

অনশনকারীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর জালাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভাগীয় শিক্ষকরা।

বিজ্ঞাপন

শিক্ষকরা অনশনকারীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের এই সুশৃঙ্খল ও যৌক্তিক আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা পোষণ করে এসেছি। আমরা দেখেছি তদন্ত কমিটি অত্যন্ত পরিশ্রম করে প্রতিবেদন তৈরি করছেন। সুতরাং প্রশাসন আমাদের দাবি পূরণ করবে বলে আমরা আশ্বস্ত হতে পারি। তাই তোমাদের অনুরোধ করছি, তোমরা আজকের মত অনশন কর্মসূচি স্থগিত করো। আগামী রোববারের মধ্যে যদি সুষ্ঠু বিচার না আসে, তাহলে আমরাও তোমাদের সঙ্গে এসে দাঁড়াবো।’

উল্লেখ্য, সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়ালিদ নিহাদকে রাজনীতি না করার কারণে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের বিরুদ্ধে এই অভিযোগ তোলে ভুক্তভোগী শিক্ষার্থী মো. ওয়ালিদ নিহাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩২৪ নম্বর কক্ষে ১৫ জন মিলে সারারাত নির্যাতন চালায় নিহাদের উপর।

সারাবাংলা/এমও

ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নজরুল বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর