Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন থেকে দেশের পথে বাংলার সমৃদ্ধির নাবিকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ১৮:০৮

চট্টগ্রাম ব্যুরো: জাহাজে রকেট হামলার পর বাংকারে আশ্রয় নেওয়া বাংলাদেশি নাবিকরা ইউক্রেন ছেড়ে আসছেন। প্রায় ৩৯ ঘণ্টা বাংকারে থাকার পর সেখান থেকে বেরিয়ে তারা ইউক্রেনের পার্শ্ববর্তী একটি দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। সেই দেশ থেকে তাদের বাংলাদেশে ফেরত আসার কথা রয়েছে।

শনিবার (৫ মার্চ) বিকেলে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন সারাবাংলাকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, বাংলাদেশ সময় দুপুর নাগাদ ২৮ নাবিক বাংকার ছাড়েন। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাদের গাড়িতে করে পাশের কোনো দেশে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে কোন দেশে নাবিকরা পৌঁছবেন নিরাপত্তার স্বার্থে সেই তথ্য দিতে রাজি হননি সাখাওয়াত। তিনি বলেন, ‘দেশটিতে পৌঁছার পর বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশে ফিরতে আরও সময় লাগবে।’

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ইউক্রেনের পার্শ্ববর্তী মালদোভা অথবা রোমানিয়ায় ২৮ নাবিককে নিয়ে যাওয়ার কথা আছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিচালনায় থাকা ১৮০ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় নোঙ্গর করে। ২৩ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে জাহাজের ২৯ নাবিক সেখানে নোঙ্গর করা অবস্থায় জাহাজে আটকা পড়েন।

বুধবার (২ মার্চ) ইউক্রেনের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু পরে বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে বিমান হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় রুশ বাহিনীর এই হামলায় মো. হাদিসুর রহমান নামে এক নাবিকের মৃত্যু হয়। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাড়ি বরগুনা জেলা বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে।

বিজ্ঞাপন

জাহাজটির ২৯ নাবিকের মধ্যে একজনের মৃত্যুর পর বাকি ২৮ জনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজ থেকে নামিয়ে একটি বাংকারে নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইউক্রেন নাবিক বাংলার সমৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর