Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঙ্গু নদীর তী‌রে ৪ জ‌নের গু‌লি‌বিদ্ধ লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২২ ১২:৫৫

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার পাইন্দুতে দুই গ্রুপের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৬ মার্চ) বেলা ১১টার দিকে রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে তাদের গু‌লি‌বিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এর আগে শ‌নিবার (৫ মার্চ) রা‌তে বান্দরবা‌নের রুমার পাইন্দু‌তে গুলাগু‌লির ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবান পু‌লিশ সুপার জে‌রিন আখতার। তি‌নি ব‌লেন, গতকাল বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নে দুই পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘ‌টে। সকালে খবর আসে রোয়াংছ‌ড়ির নদীর পা‌ড়ে চারজ‌নের লাশ প‌ড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার (৫ মার্চ) দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার কা‌ছে পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমং কে হত‌্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আরেক সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা পরবর্তী‌তে শ‌নিবার রা‌তে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রু‌পের ওপর গু‌লি চালি‌য়ে তা‌দের লাশ নৌকায় ক‌রে এনে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ার নদীর পা‌ড়ে ফে‌লে যায়।

সারাবাংলা/এএম

বান্দরবান রুমা উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর