Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে দুর্নীতি, আরও ২ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২২ ১৪:১৬

ঢাকা: কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ ও অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এআইজি প্রিজন্স মাইনুদ্দিন ভূঁইয়া ও মৌলভীবাজার কারাগারের জেলার আবু মুসাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। বেলা সাড়ে ১১টায় জিজ্ঞাসাবাদ শেষ হয়।

বিজ্ঞাপন

এর আগে একই অভিযোগ অনুসন্ধানে চলতি বছর এখন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল বিভাগের বিভিন্ন কারাগারের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

গত রোববার খুলনা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স ছগির মিয়া, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন মোল্লা ও জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

আর গতকাল সোমবার যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব, বাগেরহাট জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

১৭ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি একই অভিযোগ অনুসন্ধানে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল কারাগারের ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

কমিশন সূত্রে জানা যায়, ২০২০ সালে কারাগারে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের টিম গঠন করে দুদক।

জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করে কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, অর্থের বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা, অর্থ লেনদেন এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এএম

দুদক দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর