Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনসহ ১৩ মার্কিনির বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২২ ২২:৩০ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ১০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে হান্টার বাইডেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভারভ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এ ব্যাপারে ক্রেমলিন বলছে, প্রেসিডেন্ট পুতিনসহ বেশ ক’জন রুশ নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো মোট ১৩ মার্কিনির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওই নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট বাইডেন, তার কয়েকজন মন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকিও রয়েছেন। পাশাপাশি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকেও ওই তালিকায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞার কারণে তালিকাভুক্ত মার্কিন নাগরিকরা রুশ ফেডারেশনে ঢুকতে পারবেন না। তবে একইসঙ্গে বলা হয়েছে, রাশিয়ার ‘জাতীয় স্বার্থে’ ভবিষ্যতে তাদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনাও নাকচ করা হচ্ছে না, বলে জানাচ্ছে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে।

সারাবাংলা/একেএম
বিজ্ঞাপন

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো