ঢাকা: রাজধানীর মালিবাগে সিমেন্ট মিক্সার গাড়ির ধাক্কায় আসিফ ইকবাল (২৪) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৩ মার্চ) সকাল সোয়া আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতাল ওয়ার্ডে তার মৃত্যু হয়।
রমনা থানার উপ পরিদর্শক (এসআই) বিপ্লব সরকার জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে মালিবাগ সিআইডি অফিসের বিপরীত পাশের রাস্তায় দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।
তিনি আরও জানান, এই ঘটনায় ক্রাউন কোম্পানির সিমেন্টের মিক্সার গাড়ি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তার সহযোগীকে আটক করা হয়েছে।