Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রভুত্বের শেষ দেখছেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২২ ২০:১৫ | আপডেট: ২৫ মার্চ ২০২২ ২০:২৫

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দিমিত্রি মেদভেদেভ । দ্য গার্ডিয়ান

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ রুশ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা বিশ্ব রাজনীতির একমেরুতার অবসান হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের একক প্রভুত্বের দিন শেষ হলো।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, তার কারণে বিশ্বব্যাপী নতুন করে তৈরি হওয়া রুশবিদ্বেষ এবং বিশ্ব রাজনীতির পট পরিবর্তন বিশ্লেষণ করে দিমিত্রি মেদভেদেভ’র দেওয়া ওই দীর্ঘ সাক্ষাৎকার শীগগিরিই রাশিয়া টুডে এবং স্পুটনিক প্রকাশ করবে।

বিজ্ঞাপন

আগে উদারপন্থি হিসেবে পরিচিতি পাওয়া মেদভেদেভ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর আরোপিত নানান নিষেধাজ্ঞার কারণে পশ্চিমের কট্টর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন।

তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ৩০ বছর পর ফের পশ্চিমা দুইমুখো রাজনীতিবিদরা রুশবিদ্বেষ ছড়ানো শুরু করেছে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রভুত্ব