পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থে ২ ফুট। সোমবার (২৮ মার্চ) সকাল আটটায় সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে এটি ভেসে আসে। তবে কি কারণে এর মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত বলতে পারেনি কেউ।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানায়, ধারণা করা হচ্ছে ডলফিনটির ৭ থেকে ৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে। এর বয়স অনেক কম। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর রহস্য উন্মোচনে এর নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, খবর শোনা মাত্র ঘটনাস্থলে লোকাল অফিসারকে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।