Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধার্মিক’ সেজে ইয়াবা পাচার, আটক ২


১৬ এপ্রিল ২০১৮ ১১:৫৯ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৬:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ৫৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আটক দুজন ধর্মের লেবাসে ধার্মিক সেজে ইয়াবা পাচার করে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি)  ভোরে নগরীর কোতয়ালী থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, রশিদ আহম্মদ (৬০) ও ফরিদ আহম্মদ (৫২)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক (মেট্রো) শামীম আহমেদ সারাবাংলাকে বলেন, আটক দুজন আগেও কক্সবাজারে ইয়াবাসহ ধরা পড়েছিল। তারা ধর্মীয় পোশাক পরে নিজেদের ধার্মিক সাজানোর চেষ্টা করে। আসলে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে তারা এটা করে।

আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর