Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন-আদালত সরকারের নির্দেশ মোতাবেক চলছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ২০:৪৬

ফাইল ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: দেশের আইন-আদালত সরকারের নির্দেশ মোতাবেক চলছে বলে অভিযোগে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর মুগদা থানায় দায়ের করা মামলায় বিএনপি কর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুলকে দুই বছর দুই মাস করে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি  বলেন, ‘দেশের আইন, আদালত— সব কিছুই এখন সরকারের নির্দেশ মোতাবেক চলছে। বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আইন, আদালতকে হাতিয়ার বানিয়েছে। দেশ এখন চলছে সম্পূর্ণরুপে ফ্যাসিবাদী কায়দায়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবি মামলা দায়ের এবং আদালত কর্তৃক কারাদণ্ডাদেশ প্রদানের মাধ্যমে দেশে জুলুমের শাসন চালানো হচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে বেপরোয়া হয়ে গেছে। আর এরই অংশ হিসেবে মুগদা থানার মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি কর্মী নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুলকে দুই বছর দুই মাস করে সাজা হয়েছে। সরকারের এ ধরনের অপকর্ম ও ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে।’

বিবৃতিতে নবী, স্বাধীন, মুকতার, ওয়াসীম, কামাল, রুবেল ও খায়রুলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসএসএ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর