চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া গ্রামে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) সকালে হেয়ারিং রাস্তার ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক জাফর পাড়া গ্রামের মো. আমিরুলের ছেলে রাসেল (১৭)।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।