নির্বাচনি বিরোধ: আ. লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের ভাইকে হত্যা
২৩ এপ্রিল ২০২২ ০৯:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পটিয়ার আওয়ামী লীগ সমর্থিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ভাই। পুলিশ বলছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
শুক্রবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. সোহেল (৩৫) বুধপুরা গ্রামের এজাহার মিয়ার ছেলে। তার ভাই ওই ইউনিয়নের পরপর ছয়বার নির্বাচিত চেয়ারম্যান। আহতরা হলেন, একই গ্রামের মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদিন (৩৪)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সারাবাংলাকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকায় বিবদমান দুটি পক্ষ সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে বুধপুরা বাজারে সোহেলের সঙ্গে প্রতিপক্ষ শরীফের ঝগড়া হয়। এর জের ধরে রাতে সোহেলসহ চারজনকে ছুরিকাঘাত করা হয়।
এদিকে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে একই হাসপাতালের ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এএম