শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি কম, দুর্ভোগে যাত্রীরা
২৩ এপ্রিল ২০২২ ১৮:৫১
মুন্সীগঞ্জ: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে নৌ পথের যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুটে দীর্ঘ কয়েক মাস যাবত সিমিত পরিসরে ফেরি চলাচল করায় এ নৌ-রুটে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীরা পরেছে নানা দুর্ভোগ ও ভোগান্তিতে। আর এ নৌ-রুটে দিনের বেলায় ৫ থেকে ৭ টি ও রাতের বেলায় নামে মাত্র ৩ থেকে ৪টি ফেরি চলাচল করায় শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসির) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এ সব তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে ঘাটের উভয় প্রান্তে পারাপারে অপেক্ষায় রয়েছে ছোট-বড় দেড় শতাধিক যানবাহন। তবে এ নৌ-রুটে যাত্রী পারাপারের জন্য ৮৭ টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে। বর্তমানে এ নৌ-রুটে ছোট, বোরো, কে টাইপ, মিডিয়াম ও ঠেলাসহ মোট ৭টি ফেরি চলাচল করছে।
শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং তিন ঘণ্টা পর-পর ফেরি পার হওয়ার কারণে ঘাট এলাকায় যানজট দেখা দিয়েছে।
সারাবাংলা/একে