Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যু বেশি পার্বত্য চট্টগ্রামে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২২ ০০:০২

ঢাকা: দেশের ৬৪টি জেলার মধ্যে ১৬টি জেলার ৭২টি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। তবে ম্যালেরিয়ায় আক্রান্ত ও মৃত্যুহার সর্বাধিক তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, এবং বান্দরবানে। এই তিন জেলাকে উচ্চ ম্যালেরিয়া প্রবণ অঞ্চল হিসেবে গণ্য করা হয়। দেশের মোট ম্যালেরিয়া রোগীদের মধ্যে ৯৪ শতাংশই এ তিন জেলায়।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘ম্যালেরিয়া আমরা সম্পূর্ণ নির্মূল করতে পারছি না। যে বাধাগুলো রয়েছে, সেগুলো দূর করার জন্য নতুন করে পরিকল্পনা করে আমরা এগিয়ে যাব। জনসচেতনতা তৈরি করতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়া বাড়ছে, সেসব এলাকায় কাজ করতে হবে।’

এদিন অনুষ্ঠানে জানানো হয়, সারা বিশ্বের মতো এবার বাংলাদেশেও ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপিত হতে যাচ্ছে। এবারের ম্যালেরিয়া দিবসের স্লোগান ‘উদ্ভাবনী কাজে লাগাই ম্যালেরিয়া রোধে জীবন বাচাই’।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২০০৮ সালের তুলনায় ২০২১ সালে ম্যালেরিয়াজনিত অসুস্থতা শতকরা ৯৪ ভাগ, মৃত্যু শতকরা ৯৩ ভাগ কমেছে। মোট ম্যালেরিয়া রোগীর ৯৪ শতাংশই তিন পার্বত্য জেলায়। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আটটি জেলায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা মাত্র ১০ শতাংশ। আশা করা যাচ্ছে, এসব জেলায় ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিবি অ্যান্ড ম্যালেরিয়া (জিএফএটিএম)-এর আর্থিক সহায়তা বাংলাদেশে ম্যালেরিয়া কার্যক্রমকে আরও সম্প্রসারিত, শক্তিশালী ও গতিশীল করেছে। বাংলাদেশে ম্যালেরিয়া নির্মূলের জন্য জাতীয় ম্যালেরিয়া নির্মূল কার্যক্রমের সঙ্গে ব্র্যাকসহ চারটি এনজিওর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম যৌথ অংশীদারিত্বের মাধ্যমে কাজ করছে।

২০২১ সালে বাংলাদেশ মোট ম্যালেরিয়া রোগী ছিল সাত হাজার ২৯৪ জন। আর এ বছর নয়জন ম্যালেরিয়া রোগী মারা গেছেন বলেও জানানো হয় অনুষ্ঠানে। ম্যালেরিয়ার উচ্চ হার থাকা অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর দোরগোড়ায় ম্যালেরিয়া সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০০৮ থেকে ২০২১ সালে দেশে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ও ম্যালেরিয়ায় মৃত্যু হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। অর্থাৎ ২০০৮ সালের তুলনায় ২০২১ সালে ম্যালেরিয়াজনিত অসুস্থতা শতকরা ৯৪ ভাগ এবং মৃত্যু শতকরা ৯৩ ভাগ কমেছে। ২০২১ সালে বাংলাদেশ মোট ম্যালেরিয়া রোগী ছিল সাত হাজার ২৯৪ জন আর মারা যায় নয় জন।

প্রতিষ্ঠানটি জানায়, ম্যালেরিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে দীর্ঘমেয়াদী কীটনাশক যুক্ত মশারি প্রদান করা হচ্ছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির পক্ষ থেকে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১২ দশমিক সাত মিলিয়নের বেশি দীর্ঘমেয়াদি কীটনাশকযুক্ত মশারি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সারাবাংলা/এসবি/পিটিএম

আক্রান্ত মৃত্যু ম্যালেরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর