Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ কর্মদিবসে সচিবালয়, ৬ দিনের ছুটি শুরু কাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২২ ১৭:২২

ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ মার্চ ইদ হওয়ার কথা রয়েছে। সে হিসেবে শুক্র, শনি সাপ্তাহিক ছুটির সঙ্গে পহেলা মে সরকারি ছুটি এবং তিন দিন ইদের ছুটি মিলিয়ে পুরো ছয় দিন বন্ধ পাচ্ছেন চাকরিজীবীরা। তবে কেউ এই ছয় দিনের সঙ্গে বৃহস্পতিবার একদিন ছুটি যোগ করে নিলে কাটাতে পারবেন ৯ দিন। এই দীর্ঘ ছুটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) থেকে। সে হিসাবে আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ কর্মদিবস। এ দিন সচিবালয় ছিল প্রায় স্বাভাবিক ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই ছিলো কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি। তবে দর্শনার্থীদের ভিড় ছিল না বললেই চলে। তাই অনেকটা ঢিলেঢালা ভাবেই চলেছে শেষ কর্ম দিবসের নিরাপত্তা। সচিবালয়ের স্বরাষ্ট্র, বিদ্যুৎ জ্বালানি, গৃহায়ণ ও গণপূর্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ প্রায় প্রতিটি মন্ত্রণালয়েই কাজকর্ম স্বাভাবিকভাবে চলেছে। রোজা উপলক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত খোলা ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু। তবে যেসকল কর্মকর্তাদের জরুরি কাজ ছিলো তাদের পাঁচটা পর্যন্ত অফিস করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

শেষ কর্মদিবসে সংবাদ ব্রিফিং করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব।

ইদ যদি ৩ মে হয়, সে হিসাবে আগামী বৃহস্পতিবার (৫ মে) অফিস খুলে যাবে। যাদেড় আগে থেকে ঐচ্ছিক ছুটির আবেদন করা আছে তারা পাঁচ মে ছুটি কাটাবেন। আর আর যারা ছুটি নেননি তারা ৫মে কাজে যোগ দেবেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ সচিবালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর