Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামুন মাহমুদকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২২ ১৪:৫৬

অধ্যাপক মামুন মাহমুদকে দেখতে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সারাবাংলা

ঢাকা: নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল যান তিনি। এ সময় মহাসচিবে সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি কাজী মনির হোসেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ও মামুন মাহমুদের পরিবারের সদস্যদের কাছে থেকে রোগীর খোঁজ-খবর নেন এবং দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সাধ্যমতো পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাতে নয়াপল্টন এলাকায় দুষ্কৃতকারীরর ছুরির আঘাতে গরুতরভাবে আহত হন মামুন মাহমুদ। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এভারকেয়ার হাসপাতাল স্থানান্তর করা হয়।

সারাবাংলা/এজেড/এনএস

অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর