Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২২ ১১:২৩

জয়পুরহাট: ৩০ কেজি গাঁজাসহ এমরান হোসেন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (২ মে) ভোরে জয়পুরহাট সদর উপজেলার পাকুরতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক এমরান হোসেন জয়পুরহাট সদর উপজেলার পাইকড় দাঁড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, আটক ইমরান হোসেন দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল। এমরান একটি বস্তার মধ্যে মোটরসাইকেলে করে পাকুরতলীতে গাঁজা নিয়ে যাচ্ছিল। পরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

তিনি জানান, এমরান হোসেন দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি জয়পুরহাট নিয়ে এসে বিক্রি করত। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়ল।

সারাবাংলা/এসএসএ

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর