Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ইদগাহে প্রবেশে কড়াকড়ি, মুসল্লিদের দীর্ঘ সারি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ০৮:৪২

আর্চওয়ে দিয়ে প্রবেশ করছেন মুসল্লিরা। ছবি: হাবিবুর রহমান

ঢাকা: জাতীয় ইদগাহে প্রবেশে কড়াকড়ির কারণে মুসল্লিদের দীর্ঘ সারি দেখা দিয়েছে। মঙ্গলবার (৩ মে) জাতীয় ইদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ইদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এতে অংশ নেবেন মন্ত্রিপরিষদের সদস্যরা, কূটনীতিবিদ, প্রধান বিচারপতি ও বিচারপতিরা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ অন্য সরকারি কর্মকর্তারা।


জাতীয় জামাতে অংশ নেবেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তবে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ করোনার দুই বছরের মতো এবারও বঙ্গভবনে সকাল সাড়ে ৯টায় ইদের নামাজ আদায় করবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, আর্চওয়ের মধ্য দিয়ে সবাইকে প্রবেশ করানোর জন্য দীর্ঘ সারির সৃষ্টি হয়। প্রেসক্লাবের দিক থেকে দুই লাইন এবং মৎস্য ভবনের দিক থেকে চারটি লাইনের মাধ্যমে জাতীয় ইদগাহ মাঠে প্রবেশ করছেন মুসল্লিরা।

মূলগেটের দুইদিকে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের দু’টি এপিসি কার, ডিএমপির ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তা পর্যবেক্ষণ করছে পুলিশ ও র‌্যাব।

সারাবাংলা/ইউজে/এমও

ইদের প্রধান জামাত জাতীয় ইদগাহ প্রবেশে কড়াকড়ি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর