Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তে কর্মস্থলে ফিরছে মানুষ, ব্যস্ত রেলস্টেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২২ ১৪:৩৩

ঢাকা: প্রিয়জনের সঙ্গে ইদ উদযাপন শেষ করে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। পাশপাশি ঢাকা ছেড়েও যাচ্ছেন অনেকে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার চেয়ে যাত্রীদের ফিরে আসার সংখ্যাই এখন বেশি। যাত্রীদের ভিড়ে শনিবার (৭ মে) সকাল থেকেই সরগরম ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইদের ছুটির শেষ দিন শনিবার। রোববার (৮ মে) থেকে সকল অফিস আদালত পুরোদমে শুরু হচ্ছে, এই কারণেই ঢাকামুখী মানুষের ঢল নেমেছে।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে যেসকল ট্রেন কমলাপুরে এসেছে, প্রতিটিতেই উপচে পড়া ভিড় ছিল। এছাড়া যারা বিভিন্ন কারণে ঢাকায় ইদ উদযাপন করেছেন তারা এখন বাড়ি যাচ্ছেন। তবে সে সংখ্যা ফিরে আসার তুলনায় অনেক কম। যাত্রীরা জানিয়েছেন, তাদের ফিরে আসার যাত্রা ছিল বেশ স্বস্তিদায়ক, স্বাচ্ছন্দ্যপূর্ণ।

রংপুর থেকে আসা যাত্রী মো. ওয়ালিউর রহমান সারাবাংলাকে বলেন, যাবার সময় ভিড় ঠেলে সিটে বসা ছাড়া কোনো ভোগান্তি হয়নি, ফেরার সময় যাত্রীদের ভিড় ছিল, তবে সেটা সমস্যা সৃষ্টি করেনি। খুলনা থেকে আসা এক যাত্রী বলেন, এর আগে বেশ কয়েকবার ইদে বাড়ি ফেরার সময় ভোগান্তিতে পড়তে হয়েছে। মাঝপথে ট্রেন বিকল হয়ে যাওয়া, লাইনে সমস্যা হওয়ার মতো বিষয়গুলো প্রায়ই ঘটত। এবার সে তুলনায় অনেক স্বস্তি দিয়েছে ট্রেন ভ্রমন। রাজশাহী থেকে আসা বিপুল হোসেন বলেন, পশ্চিমাঞ্চলে বাড়ি হওয়ায় সবসময় ট্রেনেই ভ্রমণ করি। এবার ট্রেন যাত্রা সারপ্রাইজ ছিল। কারণ প্রতিবার ছাদে করেও মানুষ বাড়ি ফেরে। এটা ভেতরে যারা থাকে তাদের জন্য অস্বস্তিদায়ক, আবার যারা উপরে থাকে তাদের জন্য অত্যন্ত ঝুঁকির। এবার এসব দেখিনি। এটা ট্রেনের জন্য এবং আমাদের মতো যাত্রীদের জন্যও ভালো।

গত মঙ্গলবার (৩ মে) মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ইদ পালিত হয়। এবার ইদের তিন দিন ছুটির সঙ্গে আগের দুইদিন সাপ্তাহিক ছুটি আর একদিন আন্তর্জাতিক শ্রমিক দিবসের ছুটি মিলে ছয় দিন ছুটি কাটানোর সুযোগ পান চাকরিজীবীরা। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ঐচ্ছিক ছুটি হিসেবে বৃহস্পতিবার (৫ মে) ছুটি নিয়েছেন আর বেসরকারি খাতের চাকিরীজীবী যারা ছয় দিনের সঙ্গে একদিন ছুটি নিতে পেরেছেন তাদের ৯ দিনের ছুটি শেষ হয়েছে শনিবার (৭ মে)। রোববার (৮ মে) কাজে যোগ দিতে অনেকেই একদিন আগে শনিবার ঢাকা পৌঁছেছেন। যে কারণে রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. মাসুদ সারওয়ার জানান, এবার ইদে মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হয়েছে। সবাই ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পেরেছেন এবং ফিরে আসছেন। যাত্রীরাও স্বস্তির কথা বলেছেন। যে নিয়মে এবার ইদযাত্রা করেছে ট্রেন, এটা সব সময় এমন থাকবে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর মানুষ উৎসব করে ইদ পালন করতে পারেননি। যে কারণে এবার পরিবার পরিজনদের সঙ্গে ইদ করার আনন্দটা একটু বাড়তিই ছিল সবার মাঝে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে ইদ করতে লাখো মানুষ ছুটে গিয়েছিলেন নিজ বাড়িতে ইদ পালন করতে।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ রেলস্টেশন

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর