Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষ, কর্মচঞ্চল সচিবালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২২ ১৪:১০

ঢাকা: ইদের ছুটি শেষ। কাজে ফিরেছে মানুষ। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়েও কর্মচঞ্চলতা ফিরে এসেছে। তবে এখনো ইদ উৎসবের রেশ কাটেনি। কর্মকর্তা-কর্মচারীরা এখনো একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন। কাজে যোগ দিয়েছেন প্রায় সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা।

রোববার (৮ মে) সচিবালয়ে গিয়ে দেখা গেছে, প্রায় প্রতিটি মন্ত্রণালয়েই কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি রয়েছে। এবার ইদের তিনদিন ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক শ্রমিক দিবস যোগ হওয়ায় টানা ছয় দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।

বিজ্ঞাপন

যারা ঐচ্ছিক ছুটি হিসেবে বৃহস্পতিবার (৫ মে) ছুটি পেয়েছেন তারা কাজে ফিরছেন রোববার (৮ মে)। এদিন প্রায় সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের ও উপস্থিতি ছিল।

অন্যদিকে সচিবালয়ে কর্মরত বিভিন্ন আইন শৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিও বেড়েছে। তবে দর্শনার্থীদের সংখ্যা এখনও কম।

সারাবাংলা/জেআর/একে

ইদযাত্রা ইদের ছুটি সচিবালয়

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর