মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৪ মে) ভোর চারটার দিকে টংগীবাড়ি উপজেলার পুরাবাজার এলাকার ভাঙা ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে।
এতে ঘটনাস্থলেই ফাহিম (১৬) ও জিসান (১৯) নিহত হন। গুরুতর আহত হয় জাহিদ হাসান (১৬) নামের আরেক কিশোর। নিহত দুইজনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর চরমশুরা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে খাদে পড়ে পানিয়ে নিমজ্জিত হয়।
টংগীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত জাহিদকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।