নাটোরে শিশু ধর্ষণ-হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
১৮ এপ্রিল ২০১৮ ১৬:৩৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৬:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নাটোর: নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রী মায়াকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক মোহম্মদ হাসানুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোবারক হোসেন কালু ও মিঠুন সরকার।
নাটোর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া সকালে স্কুলে যায়। টিফিনের পর সে নিখোঁজ হয়। মায়ার বান্ধবী জুইয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর কাছের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় মায়ার বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে মামলা করলে পুলিশ দুই আসামিকে আটক করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। নলডাঙ্গা থানার এসআই ওয়াজেদ দুজনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদানের পর সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বিচারক বুধবার এই রায় ঘোষণা করেন।
সারাবাংলা/এমএইচ/এমএস