রাঙ্গামাটিতে একে-৪৭ সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
১৮ এপ্রিল ২০১৮ ১৬:৫৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৬:৫৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাঙ্গামাটি: সদর উপজেলা থেকে ২ টি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১৮ এপ্রিল) ভোরে বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী এগুলো উদ্ধার করে। এসময় সন্ত্রাসীদের গোপন আস্তানা ধবংস করে দেন তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে রাঙ্গামাটি সেনা রিজিয়ন সূত্র জানায়, সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ওই এলাকা থেকে ২টি একে-৪৭ রাইফেল, ১ টি অত্যাধুনিক এ্যাসল্ট রাইফেল, ২টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগজিনসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যাজিৎ বড়ুয়া জানান, সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের কথা জানতে পেরেছি তবে এখনো পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।
সারাবাংলা/টিএম/এমএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook