Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ শতাংশ বেতন বাড়ানোর দাবি তৃতীয় শ্রেণির কর্মচারীদের

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৫:০০

ঢাকা: নতুন জাতীয় বেতন স্কেল প্রদান না করা পর্যন্ত সরকারি কর্মচারীদের অন্তবর্তীকালীন ৬০ শতাংশ বেতন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি।

শনিবার ( ২১মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে মহাসচিব মো ছালজার রহমান বলেন, ‘২০১৫ সালে সর্বশেষ বেতন স্কেল প্রদানের পর গত ৭ বছরে গ্যাস,বিদ্যুৎ,পানি, চিকিৎসা ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ বেতনে সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় নতুন জাতীয় বেতন স্কেল অত্যাবশ্যক।’

নতুন বেতন স্কেল প্রদান না করা পর্যন্ত অসহায় ও হতাশাগ্রস্ত সরকারি কর্মচারীদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ৬০ শতাংশ বেতন বাড়ানোর দাবি করা হয়।

আরও বলা হয়, এই দাবি বাস্তবায়নে আগামী ২৪ মে প্রধানমন্ত্রী, ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত বিভিন্ন সরকারি অফিসে কর্মচারী সমাবেশ এবং দাবি মেনে নেওয়া না হলে ১১ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো লুৎফর রহমান, সহ-সভাপতি সেলিম মোল্লাহ, অতিরিক্ত মহাসচিব তাপস কুমারসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/একে

৬০ শতাংশ দাবি বেতন-স্কেল সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর