Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ২৩:২৭

গাজীপুর: কালীগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন হালিমা বেগম (২২) নামে এক গৃহবধূ। এসময় অটোরিকশার চালকসহ দুই জন আহত হন।

রোববার (২২ মে) দুপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকার নাভানা প্লাস্টিক পাইপ কারখানাসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হালিমা পাবনা উপজেলার সাব্বির মিয়ার স্ত্রী। আহত নাজমুল হোসেন (৩৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা ও নাজমুল মিয়া (২৮) নরসিংদীর পাঁচদোনা এলাকার নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, দুপুরে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে একটি সিএনজি যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিলো। এসময় অটোরিকশাটি নাভানা পাইপ কারখানার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টঙ্গীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

এদিকে, ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ দুই জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. যোবাইর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

গৃহবধূর মৃত্যু ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর