Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২২ ২১:০৮

দিনাজপুর: জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া খনি এলাকায় জমি চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে রাসেল বাবু (৯) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের আবাদী জমিতে হাল চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল হক। নিহত শিশু রাসেল বাবু (০৯) উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুল ইসলামের জমিতে তার ভাই আজিজুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় শিশু রাসেল ট্রাক্টরে ওঠার বায়না করে। ফলে চাচা তাকে ট্রাক্টরে তুলে জমি চাষ করা শুরু করেন। এর এক পর্যায়ে ঝাঁকুনিতে নিচে পড়ে ট্রাক্টরের ফলায় পেচিয়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় শিশু রাসেল ট্রাক্টরে চড়ার বায়না ধরে কান্নাকাটি করে। এ সময় তার চাচা আজিজুল ইসলাম ওই শিশুকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করেন। এক পর্যায়ে ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনএস

দিনাজপুর পার্বতীপুর উপজেলা শিশু নিহত

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর