Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার 


১৯ এপ্রিল ২০১৮ ১০:২৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১০:২৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: রাজধানীর বাড্ডা পদরদিয়া এলাকায় ধানক্ষেত থেকে আউসার (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ এপ্রিল) রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আব্দুল জাহিদের ছেলে আউসার পেশায় অটোরিকশা চালক ছিলেন।

বাড্ডা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বুধবার রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করেন তারা। কিশোরের গালে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

আউসার সাতারকুল এলাকায় পরিবারের সঙ্গে থাকত। আউসার এলাকার পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ৮০০ টাকা পেতেন। মঙ্গলবার রাতে ওই  ব্যক্তি এ ব্যাপারে কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যান। এরপর আর তার খোঁজ মেলেনি।

বুধবার রাতে ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আউসারকে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে যায় হত্যাকারীরা।

সারাবাংলা/এসএস/আর/টিএম/আইএ

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর