Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানের দুধ কিনে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

লোকাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ০৯:৪১ | আপডেট: ৩০ মে ২০২২ ১২:২৭

বেনাপোল: শিশু সন্তানের দুধ কিনে বাড়ি ফেরার পথে আফজাল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (৩০ মে) রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল শহরের নাজিরশংকরপুর এলাকার কবিরের বাড়ির ভাড়াটিয়া সোলায়মান হোসেনের ছেলে।

নিহতের পিতা সোলাইমান হোসেন জানান, চাতালের মোড়ে তার একটি চায়ের দোকান আছে। আফজাল তার দোকানে ছিলেন। ছয়দিন আগে আফজালের একটি পুত্র সন্তান হয়। তার আরও দুইটি ছেলে আছে। রাত ৯টার দিকে আফজাল তার শিশুপুত্রের জন্য দুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। চাতালের মোড়ের পুকুর পাড়ে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় দুইটি বোমার শব্দ শোনা যায়।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে নাজির শংকরপুর কোল্ডস্টোরেজ মোড়ের সুজন ওরফে ট্যারা সুজনের সঙ্গে আফজালের বিরোধ সৃষ্টি হয়। আফজালের হাতে মারপিটের শিকার হন সুজন। সেই প্রতিশোধ নিতে সুজন ও তার গ্রুপের সদস্যরা আফজালকে কুপিয়ে হত্যা করেছে। সুজনের নামেও একাধিক মামলা আছে থানায়। রমজান মাসের কয়েকদিন আগে তিনি জেল থেকে মুক্তি পান। এরপর ট্যারা সুজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

রমজান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি নাজির শংকরপুর জিরোপয়েন্টে ছিলেন। রাত ৯টার দিকে তিনটি ইজিবাইকে করে এসে ১৪/১৫ জন জিরোপয়েন্ট থেকে একটু দক্ষিণ দিকে চাতালের মোড়ের পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলেন। আফজাল পৌঁছানো মাত্রই তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এ সময় চিৎকার শুনে তিনিসহ অন্যান্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে তারা চলে গেলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে একটি রিকশায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আধাঘন্টা পর আফজালের মৃত্যু হয়। ঘটনার সময় ট্যারা সুজনকে দৌঁড়ে যেতে দেখেছেন ওই এলাকার লোকজন।

বিজ্ঞাপন

হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহান জানান, রোগীর মাথা ও ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, নাজির শংকরপুর চাতালের মোড়ে সন্ত্রাসীদের আক্রমণে আফজাল নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে ওই এলাকায় পুলিশি অভিযান চলছে।

সারাবাংলা/এএম

যশোর যুবককে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর