Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ০৯:১৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২০

কক্সবাজার: জেলার রামুতে আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মো. শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী।

নিহত মো. শাহাবুদ্দীন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মধ্যে আর্থিক লেনদেনের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহত শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

কক্সবাজার যুবককে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর