Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুলশান আর যাত্রাবাড়ীর পানির দাম এক হতে পারে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ২০:৫৮

ফাইল ছবি

ঢাকা: এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ওয়াসার পানির দাম বৃদ্ধি পাবে। সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, পানি উৎপাদন ও পরিশোধনে ব্যায় বেড়েছে, তাই পানির দামও বৃদ্ধি পাওয়া জরুরি। তবে যৌক্তিক কারন থাকতে হবে। পানির দাম বাড়লে কারও সমস্যা হবে না আবার অনেকের বড় সমস্যা হবে। তাই গুলশান আর যাত্রাবাড়ী এলাকার পানির দাম এক হতে পারে না বলে মতামত দিয়েছি।

সোমবার (৩০ মে) বিকেলে ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিম্নবিত্ত বা বস্তিবাসীকে সাশ্রয় মূল্যে পানি দিতে হবে।’

অভিজাত এলাকায় পানির মূল্য বাড়িয়ে নিম্নবিত্তের মানুষ বা বস্তিবাসীকে সাশ্রয় মূল্যে পানি দিতে ওয়াসাকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুধু পানি নয় হোল্ডিং ট্যাক্স, গ্যাস ও বিদ্যুৎসহ অন্যান্য ইউটিলিক্যাল সার্ভিসের মূল্যও জোনভিত্তিক নির্ধারণ করা উচিত বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “ভর্তুকি দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। গরিব মানুষের কাছ থেকে রাজস্ব নিয়ে ধনীদের কম দামে পানি দেওয়ার সুযোগ নেই। পানির দাম বাড়ানো বা কমানো ওয়াসা কর্তৃপক্ষের বিষয়। ২৫ টাকায় পানি উৎপাদন করে ১৫ টাকায় দেওয়া সমর্থন যোগ্য নয়। নিম্নবিত্তের মানুষকে সাবসিডি দিয়ে পানি দেওয়া যেতে পারে। কিন্তু যারা উচ্চবিত্ত বা অভিজাত এলাকায় বসবাস করেন তাদেরকে দেওয়ার সুযোগ নেই। ‘ইকুইটেবল ডেভেলপমেন্ট’ প্রতিষ্ঠা করতে হবে।”

প্রধান অতিধি বলেন, ‘প্রকল্প নেওয়ার সময় ফিজিবিলিটি স্টাডি, জায়গা অধিগ্রহণ অথবা লোন নেগোসিয়েশনে বছরের পর বছর চলে যায় যা গ্রহণযোগ্য নয়। সব লোন নেওয়া যাবে না। দেশের জন্য অথবা জিডিপিতে অবদান রাখবে এমন লোন নিয়ে প্রকল্প নিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশিদের কাছ থেকে ভিক্ষা করে খাওয়ার জন্য দেশ স্বাধীন করেননি।’

ঢাকায় চাহিদার তুলনায় বেশি পানি উৎপাদন হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাঁচ হাজার বাসাবাড়িতে পানি সরবরাহ করার জন্য পাইপ লাইন বসানো হলেও সময়ের ব্যবধানে ওই এলাকায় জনসংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষ ঠিকমতো পানি পাচ্ছে না। কারণ পানির সরবরাহের তুলনায় ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি।’

স্থানীয় সরকার মন্ত্রী করোনার সঙ্গে অন্যান্য কোনো ভাইরাস যাতে ওয়াসার পানিতে না থাকে সেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বির সাবেক নির্বাহী পরিচালক ড. জন ডি ক্লেমনস

সারাবাংলা/ইউজে/একে

ওয়াসা তাজুল ইসলাম পানির দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর