Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ১০ হাজার পিছ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার


১৯ এপ্রিল ২০১৮ ১৫:৪৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৫:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে মাদক পাচারের সময় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিছ ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এরা হলেন- বন্দর উপজেলার ইউসুফ আলী, ফতুল্লার কুতুবআইলের রবিন, সস্তাপুরস্থ লামাপাড়ার হাবিব, শিবু মার্কেট এলাকার রাসেল ও বনশ্রীর  সোহাগ খান।

 

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের অভিযান চালিয়ে রাস্তায় থাকা একটি ল্যান্ড ক্রুজার গাড়ি সন্দেহ হয়।

পরে গাড়ির লোকদের চ্যালেঞ্জ করে তল্লাশী করা হয়। এসময় গাড়িতে থাকা ১০ হাজার পিছ ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।  এ ঘটনায় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যবসায়ীরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার ডাকাত রতনের চ্ছত্রছাঁয়ায় তারই গাড়ি দিয়ে মাদক পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর