Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২২ ১৭:২৬

ময়মনসিংহ: ত্রিশালে বালিপাড়া সড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আবু সিদ্দিক (৪৮) ও আইরিন সুলতানা (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বালিপাড়া থেকে ছেড়ে আসা শালবন পরিবহনের একটি বাস বীররামপুর ভাটিপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আমিন জানান, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ত্রিশাল পলাতক বাসচালক মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর