দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী-শিশু
২ জুন ২০২২ ২৩:০২
যশোর: বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে শিশুসহ ৯ বাংলাদেশি নারী। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
তারা সবাই ভারতে পাচারের শিকার হয়েছিলেন। ফেরত আসা নারীরা হলেন- খুসনা আক্তার, দিলরুবা খাতুন, বিজলী দাস, খুরশিদা খাইবার, চমপা মেনজাম, সোনিয়া আক্তার, রুহান আক্তার, সুমি শেখ, জেসমিন আক্তার। এদের বাড়ি দেশের হবিগঞ্জ, জয়পুরহাট, যশোর, খুলনা, তেরোখাদা জেলার বিভিন্ন এলাকায়।
সোনিয়া আক্তার জানান, সংসারে অভাব অনটনের কারণে রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। পরে সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। দীর্ঘদিন পর তারা আজ দেশে ফিরছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ‘ট্রাভেল পারমিটে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।’
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সারাবাংলা/এমও