Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের বাজারে চাপ তৈরি করেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুন ২০২২ ১১:১১ | আপডেট: ৪ জুন ২০২২ ১৪:১৩

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারে। দেশটির অন্যতম ও বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট থেকে শুরু করে ডেল্টা এয়ার লাইনস তাদের মুনাফা কমে যাওয়ার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর আলজাজিরা।

মুদ্রাস্ফীতি তাদের মুনাফা গিলে খাচ্ছে বলে সম্প্রতি সতর্ক করেছে কোম্পানিগুলো। যা বাজরের ওপর চাপ তৈরি করেছে। এর ফলে দীর্ঘমেয়াদে শেয়ারের দাম কমতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে মার্কিন কোম্পানিগুলো।

বিজ্ঞাপন

ইউক্রেনে চলমান রাশিয়ার হামলা এবং সম্প্রতি চীনে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে নেওয়া বিধিনিষেধের কারণে দেশটির ব্যবসা-বাণিজ্যে ধীরগতি যুক্তরাষ্ট্রের বাজারে ধীরে ধীরে এই চাপ তৈরি করেছে।

কমেরিকা ওয়েলথ ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার জন লিঞ্চ বলেন, ‘এখানে অনেক অনিশ্চয়তা রয়েছে। তবে এজন্য আপনি এককভাবে ইউক্রেন পরিস্থিতি এবং চীনে লকডাউনকে দায়ী করতে পারেন না।’

সারাবাংলা/এনএস

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ টপ নিউজ মুদ্রাস্ফীতি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর