২০০ বিঘা জমি দখল, কৃষকদের বাধ্য করা হয়েছে লবণ পানিতে মাছ চাষে
৫ জুন ২০২২ ০৮:০৬
বাগেরহাট: মোড়েলগঞ্জের তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা এলাকায় দরিদ্র কৃষকদের ২০০ বিঘা জমি দখল করে জোরপূর্বক মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। জমি দখল করে মাছ চাষের জন্য দখলদাররা পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধের নিচ থেকে পাইপ দিয়ে লবণ পানি প্রবেশ করাচ্ছেন ধানের জমিতে। যার ফলে জমিতে ধান চাষ করতে পারছেন না কৃষকরা।
এ অবস্থায় জমি ফিরে পেতে ও লবন পানির প্রবেশ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তারা এই ঘটনার প্রতিবাদে মিছিল, মিটিং ও মানবন্ধনও করছেন। এরপরও ঘটনার কোনো সুরাহা হয়নি।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা এলাকার দুই’ শ বিঘা জমি দখল করে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের করছেন স্থানীয় প্রভাবশালী লোকজন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ওই চিংড়ি ঘেরে তাদের জমি থাকা সত্বেও কোন লিজে বা অনুমতি না নিয়ে জবরদখল করেছে প্রভাবশালীরা। টাকা চাইলে জমি মালিকদের দেওয়া হচ্ছে নানা প্রকার হুমকি-ধামকি। দখলদাররা জমিতে লবণ পানি ঢুকিয়ে মাছ চাষ করার ফলে বন্ধ হয়ে গেছে ধান চাষ।
ক্ষতিগ্রস্ত ৭ জন কৃষক ও জমির মালিক বলেন, ‘আমাদের জমি ফেরত চাই। আমরা নিজেদের জমিতে ধান চাষ করবো। আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা ধান, মাছ, টাকা কিছুই পাই না।’
এলাকাবাসীর দাবি, জমির মালিকরা যাতে তাদের জমি ফেরত পায় এবং জমিতে ধান চাষ করতে পারেন প্রশাসনকে সেই ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে তার দিকেও নজর রাখা দরকার।’
তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, ‘গায়ের জোরে মিস্ত্রিডাঙ্গা এলাকার সাধারণ কৃষকদের জমি দখল করেছেন পাশ্ববর্তী পঞ্চকরণ ইউনিয়নের চেয়ারম্যানের ভাইপো ও তাদের লোকজন। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যানকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেননি। তাই বাধ্য হয়েই বিষয়টি জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে লিখিতভাবে জানানো হয়েছে।’
তবে এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোনো ব্ক্তব্য পাওয়া যায়নি।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সব পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।’
সারাবাংলা/এমও