Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কর্মশালা

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২২ ২১:১৫

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রায় তিনশ শিক্ষার্থী অংশ নেন।

সোমবার (৬ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা। প্রধান অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত।

যা কিছু সম্পাদনা হয় না, তা সাংবাদিকতা নয়— প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন নঈম নিজাম। তিনি বলেন, সোস্যাল মিডিয়া সাংবাদিকতা নয়। কারণ এখানে সম্পাদনা হয় না। সাংবাদিকতায় অবশ্যই সম্পাদনা থাকতে হবে।

তিনি বলেন, সব মত ও পথের বাইরে গিয়ে অবহেলিত মানুষের পক্ষে কথা বলাই হলো সাংবাদিকতা। সাংবাদিকরা সবসময় বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতায় আবেগ অনূভুতির কোনো স্থান নেই।

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আমার ছাত্ররা যখন সফলতার সঙ্গে এই পেশায় কাজ করে, তখন সত্যিই আমি গর্ববোধ করি।

কর্মশালায় উপস্থাপনা ও ফিচার লিখনে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনা রিংকি, মাঠ রিপোর্টিং ও অনুসন্ধানী সাংবাদিকতায় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন উল হাকিম, বেসিক জার্নালিজম ও ক্যাম্পাস রিপোর্টিং বিষয়ে বাংলাদেশে প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, ফটোগ্রাফি বিষয়ে প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক সাজিদ হোসেন এবং সংবাদ উপস্থাপনা ও রেডিও জকি বিষয়ে প্রশিক্ষণ দেন একাত্তর টিভির সংবাদ উপস্থাপক তানজিনা পৃথা।

প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক  মো. মহিউদ্দিন, ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফ, সিনিয়র সাংবাদিক তৌফিক মারুফ, মাহবুব জুয়েল, তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েলসহ অন্যরা।

এসময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সাংবাদিকতার আঁতুরঘর হলো ক্যাম্পাস সাংবাদিকতা। কর্মশালায় যারা অংশ নিয়েছেন, সবাইকে সাধুবাদ জানাই। পেশা হিসেবে সাংবাদিকতা চ্যালেঞ্জিং। আজ যারা সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে কর্মশালায় অংশ নিয়েছেন, সবাইকে সাহস, শক্তি ও সততা নিয়ে এগিয়ে চলার প্রত্যয়ে শুভেচ্ছাও জানান তিনি।

সারাবাংলা/এনএসএম/টিআর

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি সতিকসাস সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর