Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন অর্থবছরে ৬০ বিলিয়ন ডলার রফতানি আয়ের আশা বাণিজ্যমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুন ২০২২ ১৫:৪৬

ঢাকা: আগামী অর্থবছরে দেশের রফতানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘দেশের রফতানি আয় বেড়ে চলছে। চলতি অর্থবছরে (২০২১-২২) রফতানি আয় ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আর আগামী অর্থবছরে (২০২২-২৩) রফতানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

বুধবার (৮ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘চীনের বাজারে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (বিসিসিসিআই) ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (বিসিসিসিআই)’র সভাপতি ও গাজী গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)র ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‌্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। সেমিনারটি সঞ্চালনা করেন র‌্যাপিড এর নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আবু ইউসুফ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চীন ও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করছি। এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) নিয়ে খুব শিগগিরই একটি সুখবর আসবে। দীর্ঘমেয়াদী বাণিজ্যের জন্য এফটিএ দুই দেশের জন্যই সুবিধা বয়ে আনে। এর মাধ্যমে দুই দেশই উইন-উইন অবস্থায় থাকবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাণিজ্য বাড়াতে আমাদের আরও ব্র্যান্ডিং করতে হবে। পণ্যের গুণগত মান বাড়াতে হবে। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের রফতানি আয় বাড়ছে। আশা করছি এটি খুব অল্প সময়ের মধ্যে দ্বিগুণ, তিনগুণ হয়ে যাবে। এ বছর রফতানি আয় ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আশা করছি পরের বছরে তা ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’

আরও পড়ুন
উন্নয়নের জন্য দরকার শান্তি-রাজনৈতিক স্থিতিশীলতা: চীনা রাষ্ট্রদূত
চীনে রফতানি বাড়াতে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে

সারাবাংলা/ইএইচটি/একে

টপ নিউজ নতুন অর্থ বছর বাণিজ্যমন্ত্রী রফতানি আয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর