Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২২ ১৩:২৮

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই আপত্তিকর মন্তব্যের দুই সপ্তাহ পর বৃহস্পতিবার (৯ জুন) মামলা দায়েরের খবর জানিয়েছে এনডিটিভি অনলাইন।

মামলায় বিজেপি দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের নামও রয়েছে। যদিও, তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। এছাড়াও, ওই মামলায় এক সাংবাদিক, একাধিক সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যদের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন—পিস পার্টির প্রধান মুখপাত্র শাদাব চৌহান, সাংবাদিক সাবা নাকভি, হিন্দু মহাসভার অফিসকর্মী পূজা শকুন পাণ্ডে, রাজস্থানের মাওলানা মুফতি নাদিম, আবদুর রহমান, অনিল কুমার মীনা, গুলজার আনসারি। মামলায় ঘৃণামূলক বক্তৃতা, উসকানি, শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করে—এমন পরিস্থিতি তৈরি করার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, কারও অভিযোগের ভিত্তিতে না কি দিল্লি পুলিশের বিশেষ সেলের সাইবার ইউনিট স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি করেছে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে, পুলিশের বিলম্ব ব্যবস্থা গ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে, বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরে বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম প্রধান নবীনও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর টুইট করেন। সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর। আর নিজের করা টুইট মুছে ফেলেন জিন্দাল।

অপরদিকে, দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের ব্যাপারে প্রথমে নিশ্চুপ ছিল বিজেপি ও ভারত সরকার। দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠলে বিজেপি ও ভারত সরকার নড়েচড়ে বসে। নুপুরকে সাময়িক ও জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে বিজেপি। কমপক্ষে ১৬টি দেশ থেকে ওই বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

নুপুর শর্মা বিজেপি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর