Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউপি’র নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ২১:১২

বরিশাল: নির্বাচন আয়োজনের পরিবেশ না থাকায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেলে কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নি কর্মকর্তা মো. নুরুন্নবী। কমিশনের বরাত দিয়ে তিনি জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানো নির্দেশনা আমরা পেয়েছি। ওই আদেশে উল্লেখ করা হয়েছে, বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন করার সুষ্ঠু পরিবেশ না থাকায় স্থগিত করা হয়েছে। কবে এই দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘আগামী ১৫ জুন এই দুইটি ইউনিয়নসহ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করায় বাকি ৪টি ইউনিয়নে পূর্ব নির্ধারিত সময়েই ভোট হবে।’

সারাবাংলা/এমও

আন্ধারমানিক ইউপি নির্বাচন ইউপি নির্বাচন স্থগিত বিদ্যানন্দপুর