Thursday 27 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় কারাগারে সাবেক ওসি গোলাম সারোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২২:৩৭ | আপডেট: ১৬ জুন ২০২২ ০০:৫৪

ময়মনসিংহ: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুন) ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

গত ৩০ মে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ দুদকের উপপরিচালক রামপ্রসাদ বাদী হয়ে ওসি গোলাম সারোয়ারসহ তার তিন ছেলে এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হককে আসামি করে পৃথক পৃথক চারটি মামলা করেন।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার বলেন, আজ (বুধবার) দুপুরে ওই মামলায় আসামিপক্ষের আইনজীবী ওসি গোলাম সরোয়ার ও তার ছেলে এনামুল হক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। ওসি গোলাম সারোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে তার ছেলে এনামুল হককের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

অ্যাডভোকেট সঞ্জীব সরকার আরও জানান, মামলার আসামি গোলাম সারোয়ারের বাকি দুই ছেলে পলাতক রয়েছেন।

সারাবাংলা/টিআর

ওসি কারাগারে ওসি গোলাম সরোয়ার সাবেক ওসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর