রূপগঞ্জে দুই গ্রুপের মারামারিতে পোশাক শ্রমিক খুন
১৭ জুন ২০২২ ২১:৩৯
ঢাকা: নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া এলাকায় দুইগ্রুপের মারামারিতে সজল (১৭) নামের এক পোশাক শ্রমিক খুন হয়েছে।
শুক্রবার (১৭জুন) সকাল ৮টার দিকে রুপগঞ্জ চনপাড়া ৮নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বিকালে সজলকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। চিকিৎসাধীন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যায়।
নিহত সজলের মামা আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি রুপগঞ্জ চনপাড়া ৬ নম্বর ওয়ার্ডে। সজলের বাবার নাম বুলু মিয়া। সে দিনমজুরের কাজ করে। সজল সারুলিয়ায় অরপেট নামে একটা সোয়েটার কারখানায় কাজ করত।
আনোয়ার আর জানান, গতকাল বৃহস্পতিবার এলাকায় ৬ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আজ সকালেও মারামারির ঘটনা ঘটে। সজল বাসা থেকে সারুলিয়া কারখানায় কাজে যাচ্ছিল। চনপাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকায় আসলে ৬নম্বর ওয়ার্ডের লোকজন সজলকে ইট দিয়ে মারধর করে। এবং বাম পাজরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়।
আনোয়ার আরও জানায়, বিকেলে বাসায় অসুস্থ হয়ে পড়ে সজল। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে