টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধস
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১৭:০৪
২০ জুন ২০২২ ১৭:০৪
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুন) সকালে খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে।
তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণে পাহাড় থেকে নামা ঢলের পানিতে বাড়ির টিন ও দেয়ালে মাটি ভেঙে পড়ে। এ সময় বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের পরপর বাড়ির লোকজনদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
এদিকে, জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্র চালু করা হলেও স্থানীয়রা আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেছেন।
সারাবাংলা/এমও