বৃষ্টি উপেক্ষা করে জাজিরা প্রান্তে জনতার স্রোত
২৫ জুন ২০২২ ১২:৫৮
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মাদারীপুর শিবচর উপজেলার কাঠালবাড়ীতে অনুষ্ঠেয় বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় জনতার ঢল নেমেছে। বৃষ্টি আর ঝড়ো বাতাস উপেক্ষা করে জনগণ হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য।
শনিবার (২৫ জুন) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠেন এবং জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য শুরু করবেন।
এর আগে শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য প্রদান করেন। এরপর পদ্মা সেতুর স্মারক ডাকটিকিট, স্মারক মুদ্রা, স্মারক খাম ও স্যুভেনির অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাওয়া প্রান্তে সুধী সমাবেশে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী সকাল ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। সেখানে মোনাজাতেও অংশ নেন তিনি।
সারাবাংলা/এসএসএ
জাজিরা প্রান্ত পদ্মা সেতু পদ্মা সেতুর উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতু