Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার করোনা আক্রান্ত মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২২ ০৮:৫৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি

ঢাকা: আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ রেজালট পাওয়া যায়।

এর আগে, ২০১৯ সালের ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হন বিএনপির মহাসচিব। এবার দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন বিএনপির মহাসচিব।

এদিকে, দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য যে, মির্জা ফখরুল ইসলাম আলমীর করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন।

সারাবাংলা/এজেড/আইই

টপ নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর