Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য সঠিকভাবে চাইলে দিতে বাধ্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ১৭:৪৪

ঢাকা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, তথ্য পাওয়া জনগণের নাগরিক অধিকার। জনগণ সঠিকভাবে তথ্য চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই তথ্য দিতে বাধ্য থাকবেন।

বুধবার (২৯ জুন) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের তথ্য অধিকার কর্মপরিকল্পনার লক্ষ্যমাত্রা অনুযায়ী ‘তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাজসেবা অধিদফতরের মধুমতি সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। এক্ষেত্রে নিয়ম অনুসারে তাকে আবেদন করতে হবে। তবে অনেক সময় কিছু কর্মকর্তারা না জানার কারণেও জনগণ সঠিক তথ্য পায় না। এ জন্য তথ্য অধিকার কর্মকর্তাদের আরও জানার প্রয়োজন রয়েছে। তারা যত জানবেন তত তথ্য জনগণকে দিতে পারবেন।’

সভাপতির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তথ্য অধিকার আইনটা আস্তে আস্তে প্রসার লাভ করছে। এখন অনেক তথ্য ওয়েবসাইট থেকে জনগণ পাচ্ছে। কিছু সুনির্দিষ্ট তথ্য ছাড়া জনগণকে সব তথ্যই সরকার দিতে বাধ্য। এ জন্য তথ্য অধিকার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।’

বক্তারা বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। তথ্য জানান অধিকার জনগণের রয়েছে। তবে যে কারও কাছে তথ্য চাইলেই পাওয়া যাবে না। প্রতিটি প্রতিষ্ঠানেই একজন তথ্য কর্মকর্তা রয়েছেন তার কাছে লিখিতভাবে তথ্যের জন্য আবেদন করলে সেই কর্মকর্তা তথ্য দিতে বাধ্য।’

কর্মশালায় কি-নোট পেপারস উপস্থপন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. শাহ আলম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ মেহদী হাসান ও উপসচিব খাদিজা নাজনীন।

বিজ্ঞাপন

সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির ও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। কর্মশালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়, সুশীলসমাজ, বেসরকারি সংগঠন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

সারাবাংলা/জিএস/একে

তথ্য অধিকার তথ্য অধিকার আইন

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর