Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল নদী বন্দরে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ১৯:১১

বরিশাল: বরিশাল নদী বন্দরে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাত সাড়ে ৯টায় দুদক বরিশাল জেলা কার্যালয়ের দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এ সময় নদী বন্দরের টিকিট কাউন্টার থেকে বিপুল পরিমাণ অবৈধ টিকিট জব্দ করা হয়। একই সঙ্গে কাউন্টারের হিসাবের খাতা জব্দ করে দুদকের টিম।

এ ব্যাপারে দুদকের বরিশাল অফিসের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দরের টিকিট কাউন্টারে এ অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ অবৈধ টিকিট ও কাউন্টারের হিসেব খাতা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে আরও অনুসন্ধান চলছে। অনিয়ম দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযানের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে দুদক কর্তৃপক্ষ তার কাছে ফোন করে গত এক মাসের টিকিটের হিসেব চেয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বরিশাল নদী বন্দরে বিক্রি করা টিকেট এবং যাত্রীর সঠিক হিসাব দিতে পারে না বন্দর কর্তৃপক্ষ। গত রোজার ঈদের পরে বরিশাল থেকে কয়েক লাখ মানুষ ঢাকায় যায়। অথচ নদী বন্দর কর্তৃপক্ষ কি সংখ্যক যাত্রী ঢাকায় গেছেন তার সঠিক তথ্য দিতে পারেনি। এমনকি টিকেট বিক্রির যে হিসাব দিয়েছেন তার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর প্রায় দুই মাসের মাথায় দুদক অভিযান চালায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

টিকেট কালোবাজারি নদীবন্দর বরিশাল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর