ইদ উপলক্ষে প্রস্তুত বিনোদন কেন্দ্র
৯ জুলাই ২০২২ ২৩:৪৬
ঢাকা: রাত পোহালেই ইদ। ইদের আনন্দ পরিবার পরিজনদের সঙ্গে উপভোগ করতে ঢাকা ছেড়ে গেছেন অধিকাংশ মানুষ। আর যারা ঢাকায় থাকছেন তাদের বিনোদনের জন্য প্রস্তুত করা হয়েছে রাজধানীর জাতীয় চিড়িয়াখানাসহ বিনোদনকেন্দ্রগুলো।
ইদ কিংবা যেকোনো উৎসবে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা। শনিবার (৯ জুলাই) খোঁজ নিয়ে জানা যায়, এবারও গেল ইদের মতো জাতীয় চিড়িয়াখানা সকাল থেকেই খোলা থাকবে। রোজার ইদে চিড়িয়াখানা যে জনসমুদ্রে পরিণত হয়েছিল। কর্তৃপক্ষের আশা এবারও তার ব্যতিক্রম হবে না। সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। দর্শনার্থীদের চাপ সামাল দিতে এবারও নিরাপত্তায় থাকবে পুলিশ।
এ প্রসঙ্গে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মুজিবুর রহমান সারাবাংলাকে জানান, আগের ইদের মতোই এবারই চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পুরো চিড়িয়াখানা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার বিভিন্ন স্থানে পানির ব্যবস্থা করা হয়েছে।
এবার চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ আফ্রিকান সিংহ, পেলিক্যান, ক্যাঙ্গারু, ওয়াইল্ড বিস্ট, লামা। সম্প্রতি আফ্রিকা ও নেদারল্যান্ড থেকে পাঁচ প্রজাতির এমন ১৬টি প্রাণী আনা হয়েছে। প্রানীগুলো পর্যবেক্ষণ শেষে এরই মধ্যে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানা ছাড়াও রাজধানীতে আরও আছে জাতীয় জাদুঘর, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডস বা শিশু মেলা, হাতিরঝিল, রমনা পার্ক, ধানমন্ডি রবীন্দ্র সরোবরেও মানুষ বেড়াতে যায়। আর ঢাকা থেকে একটু দূরে আশুলিয়ায় আছে ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক। ইদের ছুটিতে এ সব বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তবে এবারও বন্ধই রয়েছে শিশুদের পছন্দের অন্যতম বিনোদন কেন্দ্র শিশুপার্ক।
সারাবাংলা/জেআর/একে